Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৩ জানুয়ারি, ২০২৬, ২০ পৌষ ১৪৩২

ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে: জি এম কাদের


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক আগস্ট ৬, ২০২৪, ০৭:৫১ এএম ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে: জি এম কাদের

কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।
সোমবার (৫ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের আন্দোলনে বিজয়ী ছাত্র সমাজকে বীরোচিত অভিনন্দন জানান। তিনি শহীদ ছাত্রনেতাদের বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন।
সেই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান জি এম কাদের। এ ছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং আন্দোলনে গ্রেপ্তার ও আটক রাজনৈতিক নেতাদের অবিলম্বে মুক্তি দাবি করেন তিনি।
জি এম কাদের বলেন, কোটা সংস্কার করতে গিয়ে ছাত্ররা জাতিকে মুক্তি দিয়েছে। আন্দোলনের ছাত্ররাই আমাদের মুক্তির দূত। তাদের এই ত্যাগ জাতি কৃতজ্ঞ চিত্তে স্মরণে রাখবে। দেশবাসীকে ধৈর্যের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আহ্বান জানান তিনি।

Side banner