Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
বিএনপি জামায়াতের তান্ডবের প্রতিবাদে

সিলেটে যুবলীগের বিক্ষোভ মিছিল


দৈনিক পরিবার | রুহিন আহমদ সেপ্টেম্বর ২, ২০২২, ০৯:২৩ পিএম সিলেটে যুবলীগের বিক্ষোভ মিছিল

দেশবিরোধী বিএনপি জামায়াতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সারা দেশের ন্যায় শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকালে সিলেট জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিল পরবর্তী সমাবেশে যুবলীগের নেতৃবৃন্দ বলেন, নৈরাজ্যকারীদের প্রতিহত করতে যুবলীগ মাঠে থাকবে, মাঠে থেকেই সকল নৈরাজ্য, সন্ত্রাস, ষড়যন্ত্র আর হিংসার জবাব দেবে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের যে জায়গায় নিয়ে গেছেন বিএনপি জামায়াতকে সেটা ধ্বংস করতে দেয়া হবে না। যদি বিএনপি জামায়াত দেশের শান্তিপ্রিয় মানুষের শান্তি ও নিরাপত্তায় বিঘ্ন ঘটায়, জনগণের বন্ধু পুলিশের ওপর হামলা করে, জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রত্যেক নেতাকর্মী রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেবে।
মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে কোর্ট পয়েন্টে এসে শেষ হয়।

Side banner