Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

ঈশ্বরদীতে কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক সভা অনুষ্ঠিত


দৈনিক পরিবার | মো: সজিব হোসেন নভেম্বর ২৫, ২০২৪, ০৯:২৯ পিএম ঈশ্বরদীতে কেন্দ্রীয় ছাত্রদলের পৃথক সভা অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং ‘‘শিক্ষার্থীর চোখে আগামির ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’’ শিরোনামে ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঈশ্বরদী এস এম স্কুল এন্ড কলেজে স্থানীয় ছাত্রদল আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি তৌহিদুর রহমান আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ। এসময় পাবনা জেলা ছাত্রদল নেতা আমিনুল ইসলাম, কামরুজ্জামান প্রিন্স, সাদ্দাম হোসেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান বিটু, ইমরান হোসেন সোহাগ, সোহেল রানা সাকিব, ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, সাহিল রাইয়াত মোহন, শুভ হোসেন, কলেজ ছাত্রদলের নেতা মাহমুদুল ইসলাম শাওন, হেদায়েতুল্লাহ সাইদ, সাজেদুর রহমান সেজান, মাসুম হাসান ও মেহেদী হাসান শাওন উপস্থিত ছিলেন। 
পরে কেন্দ্রীয় ছাত্রদল নেতারা ঈশ্বরদী সরকারী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজেও পৃথক সভায় অংশ নেন। 
ছাত্রদল নেতাদের আগমনে স্থানীয় ছাত্রদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। 

Side banner