Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

নেত্রকাণায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ সমাবেশ


দৈনিক পরিবার | ইমন রহমান নভেম্বর ২৮, ২০২৪, ০৩:০৪ পিএম নেত্রকাণায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকান্ডে জড়িত ইসকন সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ইসকনকে নিষিদ্ধ এবং সকল দেশ বিরোধী ষড়যন্ত্র বন্ধের দাবিতে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা জেলা শাখা বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
বড় বাজার জামে মসজিদের সামনে থেকে সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা শহরের আখড়ার মোড়, তেরী বাজার, ছোট বাজার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবের সামনে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী আবদুর রহীম, মুফতি আব্দুল বারী, মাওলানা মোস্তফা আহমাদ জীহাদী, মুফতি হাবিবুল্লাহ খান, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, মুফতি মাসুদ পাঠান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনার নেতা ইমরান হোসাইন, ছাত্র নেতা হাফেজ সাকিবুল হাসান, মোহাম্মদ বিন ইয়ামিন, যুব নেতা আনোয়ার হোসাইন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি উগ্র মৌলবাদী সংগঠন। তারা বাইরের ইন্ধনে আমাদের দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে।
তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংস ভাবে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন অন্তর্বতী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর হয়ে উগ্র জঙ্গিবাদী সংগঠন ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবী জানান।

Side banner