Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পিন্টু গ্রেপ্তার


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৩:০৫ পিএম নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পিন্টু গ্রেপ্তার

নোয়াখালী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টুকে (৬৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক। 
এর আগে, গতকাল রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে ঢাকা মহানগর গোয়ান্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার পিন্টু নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃঞ্চরামপুর এলাকার মৃত আব্দুস ছোবহানের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পিন্টু আত্মগোপনে ছিলেন। রবিবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকায় দ্বিতীয় স্ত্রীর ভাড়া বাসা থেকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে।

Side banner