Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

পাথরঘাটায় মাদক সেবনকালে সাবেক প্যানেল মেয়রসহ আটক ২


দৈনিক পরিবার | মল্লিক এম.আই বুলবুল সোহেল নভেম্বর ১১, ২০২৪, ০৩:২১ পিএম পাথরঘাটায় মাদক সেবনকালে সাবেক প্যানেল মেয়রসহ আটক ২

বরগুনার পাথরঘাটায় মাদক সেবনকালে পাথরঘাটা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জাতীয় শ্রমিকলীগের উপজেলার সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলসহ দুইজনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। 
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১০ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় মুস্তাফিজুর রহমান সোহেলের সাথে হেলাল কাজী নামের এক সাবেক ইউপি সদস্যকে আটক হয়। তারা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতা।
মোস্তাফিজুর রহমান সোহেল পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের মোঃ নুরুল আমিনের ছেলে। তিনি পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন ও পাথরঘাটা মৎস্য ঘাটশ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি, হেলাল কাজী পাথরঘাটা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হাতেমপুর এলাকার কালাম কাজীর ছেলে। তিনি সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন। এদের বিরুদ্ধে ধর্ষণ মামলা সহ বেশ কিছু মামলা রয়েছে ।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী হাসান জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে খবর পেয়ে আমাদের একটি টিম নিয়ে তালতলা এলাকায় মুস্তাফিজুর রহমান সোহেলের বাসায় অভিযান চালাই এবং সেখানে সোহেল তার এক সহযোগীকে মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিচ ইয়াবা ও মাদক সেবন করার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Side banner