Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সুনামগঞ্জে আন্ত:উপজেলা কুস্তি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান, শান্তিগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৮, ২০২৪, ০৪:৫৬ পিএম সুনামগঞ্জে আন্ত:উপজেলা কুস্তি প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা'র আয়োজনে কুস্তি খেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় জেলা স্টেডিয়ামে ‘আন্ত: উপজেলা কুস্তি প্রতিযোগিতা ২০২৪’ নামে এই আয়োজন হয়েছে।
কুস্তি প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশনের সভাপতি ড. মো. শাহনূর আলম। প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথি সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম আনোয়ার হোসেন খান পিপিএম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা বোর্ডের সদস্য নুরুল ইসলাম সাজু।
কুস্তি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, বিশ্বম্ভরপুর এবং তাহিরপুর উপজেলা।
খেলার প্রথমার্ধে তাহিরপুরের বিপরীতে জামালগঞ্জ উপজেলা হেরে যান। পরবর্তী সুনামগঞ্জ সদরের বিপরীতে বিশ্বম্ভরপুর হারলে ফাইনাল খেলেন তাহিরপুর এবং সুনামগঞ্জ সদর।
সুনামগঞ্জ সদর বিজয় লাভ করেন এবং রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন তাহিরপুর।
খেলা শেষে বিকেলে পুরস্কার বিতরণি অনুষ্ঠান সম্পন্ন হয়।
এদিকে, এই খেলা বর্জন করেছে ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন নামের আরেকটি সংগঠন। এই সংগঠনের সভাপতি নুরুল হক আফিন্দি বলেছেন, সুনামগঞ্জ সদর, বিশম্ভরপুর, জামালগঞ্জ, তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলার ৬৪ টি কুস্তি সংগঠন নিয়ে আমাদের সংগঠন। সুনামগঞ্জে কুস্তি খেলার আয়োজনে আমাদের মূল্যায়ন করা হয় নি। সুনামগঞ্জ জেলা কুস্তি এসোসিয়েশন নামে যে সংগঠনকে মূল্যায়ন করা হয়েছে, তারা ভাটি অঞ্চলের কুস্তিগিরদের প্রতিনিধিত্ব করে বলে মনে করছি না আমরা। আমরা শনিবার জগাইরগাঁও গ্রামের পশ্চিমের মাঠে আলাদা কুস্তি খেলার আয়োজন করেছি।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আব্দুল্লাহ আল নোমান বললেন, মঙ্গলবার রাত দশটা পর্যন্ত স্টেডিয়ামের কুস্তি খেলায় নুরুল হক আফিন্দি’র নেতৃত্বাধীন ‘ভাটি বাংলা কুস্তি টিম এসোসিয়েশন’ আসবে জানানো হয়েছে। হঠাৎ করে রাতে তিনি (নুরুল হক আফিন্দি) জানান, তাকে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব না করালে তারা থাকবেন না। আমি জানিয়েছি এটি বদলের ক্ষমতা আমাদের নেই। পরে দেখেছি ফেসবুকে তাদের একজন শনিবার আলাদা আয়োজনের ঘোষণা দিয়েছেন। এর আগেও ২০২২ সালে আরেকবার তারা এভাবে স্টেডিয়ামের কুস্তি খেলায় আসেন নি। নোমান জানান, বৃহস্পতিবারের আয়োজনে সারা জেলার চৌকস কুস্তিগীর অংশ নিয়েছেন।

Side banner