Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ


দৈনিক পরিবার | শাহিন নূরী মে ৯, ২০২৪, ০৮:২৮ পিএম সুন্দরগঞ্জে গ্রাম পুলিশদের দায়িত্ব কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় কর্মরত গ্রাম পুলিশদের দ্বিতীয় ব্যাচে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত অবহিত করণ প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (৯ মে) উপজেলা পরিষদ হলরুমে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজি নাহিদ রসুল।
উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ পরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) মো. শরিফুল ইসলাম।
সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম ও দহবন্দ ইউপি চেয়ারম্যান মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে রামজীবন ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে উপজেলার ১৩৬ জন গ্রাম পুলিশদের মধ্যে দ্বিতীয় ব্যাচে ৬৭ জন অংশ গ্রহণ করেন। ৬৭ জনের মধ্য মহিলা ৩ জন পুরুষ ৬৪ জন। এর আগে প্রথম ব্যাচে ৬৯ জন গ্রাম পুলিশ প্রশিক্ষণ গ্রহণ করেন।
জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে জেলার ৭টি উপজেলার কর্মরত গ্রাম পুলিশদের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে উপজেলা প্রশাসন।

Side banner