Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

বোদার ৬ কোটির সেতু কাজেই আসছে না


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ২১, ২০২৫, ০১:০৪ পিএম বোদার ৬ কোটির সেতু কাজেই আসছে না

পঞ্চগড়ে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য নির্মাণ করা হয় সেতু। তবে সেতু নির্মাণ হলেও, তৈরি হয়নি সেতুর দুইপাশের সংযোগ সড়ক। এতে সেতুর সুবিধা পাচ্ছে না পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামসহ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ।
জানা গেছে, পঞ্চগড়ের বোদা ও আটোয়ারী উপজেলার টাঙ্গন নদীর ওপর দুই উপজেলার সংযোগ করতে ২০২১ সালে আগস্ট মাসে কাজ শুরু হয় সেতুটির। মাঝে একবার মেয়াদ বাড়িয়ে এ বছর কাজ শেষ হয় সেতুটির। ৯৬ মিটার এ সেতুটি নির্মাণের চুক্তিমূল্য ধরা হয়েছে পাঁচ কোটি ৯৮ লাখ টাকা। সেতুটি নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সেতুর সঙ্গে সংযোগ সড়ক বরাদ্দ থাকলেও তিন বছরেও জমি অধিগ্রহণ করতে পারেনি। তাই মোটা অংকের সরকারি টাকা খরচ করা হলেও কোনো কাজেই আসছে না সেতুটি। টেন্ডারের মাধ্যমে সেতু নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এনএইজ। এ বছরে সেতুটির নির্মাণকাজ শেষ করে তারা। কিন্তু এর একপাশে কৃষিজমি ও ঘরবাড়ি থাকায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করতে পারছেন না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা হলেও সম্ভব হয়নি। 
সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংযোগ সড়ক না থাকায় সেতুটি ব্যবহার করতে পারছে না তারা। সেতুটি চালু না হওয়ায়, ওপারের কয়েকটি ইউনিয়নের কৃষকদের কৃষি পণ্য নিতে হয় কয়েক কিলোমিটার ঘুরে। এতে গুনতে হয় বাড়তি খরচ। 
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘদিন এ সমস্যার সমাধান না হলে ব্রিজের নির্মাণ কার্যক্রম অর্থহীন হয়ে যাবে। যাতায়াতের জন্য এই ব্রিজ ভীষণ প্রয়োজন। 
স্থানীয় বাসিন্দা রাকিব হাসান বলেন, রাস্তা নির্মাণ না হওয়ায় এখন আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ অসুস্থ হইলে হাসপাতালে নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর বলেন, সেতু নির্মাণ হওয়ার খবরে আমরা অনেক খুশি হয়েছিলাম। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও এর দুপাশে রাস্তা নির্মাণ হয়নি। এতে সেতুটি আমাদের কোনো কাজে লাগছে না। আমাদের কৃষি পণ্য নিতে হয় কয়েক কিলোমিটার ঘুরে। এতে ভ্যান ভাড়া লাগে বেশি। সেতুটিত রাস্তা হইলে সহজেই আমরা কৃষি পণ্য আনানেওয়া করতে পারবো।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, মূল ব্রিজের কাজ সমাপ্ত হয়েছে। সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়কটি এখনো নির্মাণ হয়নি। বর্তমানে সড়ক নির্মাণ জন্য ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চলছে। শীঘ্রই ভূমি অধিগ্রহণ সমাপ্ত হলে সড়কটি নির্মাণ কাজ শুরু হবে।

Side banner