Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২

ভূঞাপুরে  মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড


দৈনিক পরিবার | ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি সেপ্টেম্বর ২, ২০২৫, ০৯:৪২ পিএম ভূঞাপুরে  মাদক ব্যবসায়ীকে ১ বছরের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের দায়ে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন।
দণ্ডপ্রাপ্ত উমেদ আলী আগতেরিল্যা গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। এদিকে দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেওয়া হয়।
তিনি আরও জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

Side banner