Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
রূপগঞ্জে উচ্ছেদ অভিযান

অবৈধ দখলমুক্ত হলো শতবর্ষী উকিলবাড়ি খাল


দৈনিক পরিবার | হাবিবুল্লাহ মীর সেপ্টেম্বর ২, ২০২৫, ১০:০৮ পিএম অবৈধ দখলমুক্ত হলো শতবর্ষী উকিলবাড়ি খাল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের অবৈধ দখল থেকে অবশেষে মুক্ত হলো কাঞ্চন পৌরসভার শতবর্ষী উকিলবাড়ি খাল। শীতলক্ষ্যা নদী থেকে ব্রহ্মপুত্র নদীর সংযোগকারী এই গুরুত্বপূর্ণ জলপথটি মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করা হয়। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও কিছু আবাসন কোম্পানির দখলে থাকা এই খালটি উদ্ধারের পর এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন পৌর প্রশাসক তরিকুল আলম এই অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাঞ্চন পৌরসভার কাউন্সিলর মফিকুল ইসলাম খান ও মো. রোকন মিয়া, কাঞ্চন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক ফরহাদুল ইসলাম এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও পৌরসভার কর্মকর্তারা।
অভিযান চলাকালে খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা, দোকানপাট এবং বাড়িঘর ভেঙে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে এসব অবৈধ দখলের কারণে খালের পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, যা বর্ষা মৌসুমে স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ হতো।
অভিযান শেষে পৌর প্রশাসক তরিকুল আলম সাংবাদিকদের বলেন, জনগণের দীর্ঘদিনের দাবি এবং সরকারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, খালের সীমানায় যেই থাকুক না কেন, যত শক্তিশালীই হোক না কেন, তাদের উচ্ছেদ করা হবে। তিনি আরও জানান, খালটি খননের মাধ্যমে এর স্বাভাবিক পানি প্রবাহ ফিরিয়ে আনা হবে, যাতে এলাকার মানুষ আর পানিবন্দী না হয়।
কাঞ্চন পৌর কাউন্সিলর মফিকুল ইসলাম খান খাল দখলের বিষয়ে তার ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৫ বছর ধরে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি অভিযোগ করেন যে, বিগত সময়ে আওয়ামী লীগের স্থানীয় প্রভাবশালীরা প্রকাশ্যে খালটি দখল করে নেয়। তিনি বিএনপি করতেন বলে প্রতিবাদ করলে প্রায়শই বিপদে পড়তেন, যদিও তিনি প্রশাসনের আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি বারবার তুলে ধরেছিলেন। তবে সে সময় কোনো ফল পাওয়া যায়নি।
এই সফল উচ্ছেদ অভিযান স্থানীয় জনগণের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা মনে করছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে এলাকার অন্যান্য অবৈধ দখলদারদের বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নিতে উৎসাহিত করবে।

Side banner