Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৭ এএম আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহতের ঘটনা ঘটেছে।  সোমবার (৮ সেপ্টেম্বর ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার বায়তুল আতিক জামে মসজিদের পাশে প্রভাকরদী কবরস্থান সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশায় ডাকাতির চেষ্টা করার সময় জনতা ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মো. আয়নাল (৪২)। সে আড়াইহাজারের প্রভাকরদি এলাকার  মো. মাহির ছেলে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য  মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

Side banner