Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২

ঘিওরে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:২৪ পিএম ঘিওরে নকল সাবান তৈরির কারখানায় র‌্যাবের অভিযান 

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪। অভিযানে সাবান তৈরির নকল সামগ্রী ও উপকরণ জব্দ করা হয়। একই সাথে কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়।
গতকাল উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গ্রিন ফুড অ্যান্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ বসতবাড়ির ভেতরে টিনঘেরা একটি চত্বরে গোপনে ডেটল, ডাভসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নামে নকল সাবান উৎপাদন করছিলেন। এ সময় বিপুল পরিমাণ মোড়কজাত নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, এটি একটি অবৈধ কারখানা। তারা বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের নামে পণ্য তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছিল। কারখানাটি সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

Side banner