Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে গরু লুট, যুবক গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:৩৬ পিএম গোয়ালন্দে নুরাল পাগলার দরবার থেকে গরু লুট, যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে থেকে গরু লুটের ঘটনায় সজিব শেখ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তার সজিব শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের উজ্জ্বল শেখের ছেলে। এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বসতবাড়ি থেকে গোয়ালন্দ থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। 
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দের নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় এক যুবক গরু লুট করে নিয়ে যাচ্ছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গরু লুট করা সজিবকে গ্রেপ্তার করেছি। লুট হওয়া গরুটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার সজিব শেখকে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় ভক্ত রাসেলের বাবা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার সজিবকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রাজবাড়ীর গোয়ালন্দের আলোচিত নুরুল হক ওরফে নুরাল পাগলার (৮৫) দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, হত্যা এবং পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের হলে এখন পর্যন্ত মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশের ওপরে হামলা মামলায় ১৬ জন, মাজার ভাঙচুর, লুটপাট মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১০ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।

Side banner