গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সাফল্য মন্ডিত করতে জেলা সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয় জয়ধ্বনি হল রুমে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।
৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাচ্চাদের টাইফয়েড নিয়ন্ত্রণে দেশব্যাপী এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট ২ লক্ষ ২৭ হাজার ১৪০ জনকে টাইফয়েড টিকা দেওয়া হবে।
এসময় গোপালগঞ্জ সিভিল সার্জন ডা: আবু সাইদ মোহাম্মদ ফারুক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নিসাত তাসমিন, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাস, মেডিকেল অফিসার ডা. আফতাব জিলানী, গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি এসএম হুমায়ুন কবির, আমিনুল ইসলাম শাহিন, মনির মোল্যা, কাজী মাহমুদ সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :