জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারিয়া তানজিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান, গোপালগঞ্জ মোটর যান পরিদর্শক বিআরটিএ মোঃ জিয়াউদ্দিন প্রমুখ।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলি প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ৫০জন হেলমেটবিহীন মোটরবাইক চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।
আপনার মতামত লিখুন :