ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট টিমের উদ্যোগে এবং বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শীতবস্ত্র শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মিজানুর রহমানের সহায়তায় যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা ইমন হাসানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র পৌঁছে দেয় বাঞ্ছারামপুর উপজেলা যুব রেড ক্রিসেন্ট দল।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য আফসারুল, জসীমউদ্দিন, সুজন, নাজমুল, উজ্জ্বলসহ আরও বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী সক্রিয়ভাবে মাঠে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও যুব রেড ক্রিসেন্ট দলের প্রতি কৃতজ্ঞতা জানান।








































আপনার মতামত লিখুন :