Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২

কোমা থেকে জেগে উঠলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৪, ২০২৬, ০৫:৩৫ পিএম কোমা থেকে জেগে উঠলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার

গত ২৬ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেমিয়েন মার্টিন। তখন হাসপাতালে নিয়ে গেলে দেখা যায় মেনিনজাইটিসে আক্রান্ত হয়েছেন। এরপর চার দিন ধরে কোমায় ছিলেন ৫৪ বছর বয়সী এই ব্যাটার। আজ কোমা থেকে জেগে উঠেছেন তিনি। 
মার্টিনের শরীর এখন দ্রুত সাড়া দিচ্ছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন। তার সঙ্গী আমান্ডা জানিয়েছেন, কোমা থেকে জেগে ওঠার পর চিকিৎসায় দ্রুত সাড়া দিচ্ছেন মার্টিন।
মার্টীনের এক সময়ের সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টও অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘মার্টিন কথা বলে শুরু করেছে। ওর পরিবারের কাছে গোটা বিষয়টা অবিশ্বাস্য। আশা করা হচ্ছে খুব শীঘ্রই মার্টিনকে আইসিইউ থেকে বের করা যাবে। তবে আপাতত ওকে হাসপাতালেই রাখা হবে। আমি আমান্ডার সঙ্গে কথা বলেছি। ও মনে করে এত ভালোবাসা ও প্রার্থনার জোরেই মার্টিন সুস্থ হয়ে উঠছে। কিন্তু ও যেভাবে মৃত্যুমুখ থেকে ফিরে এল, তা সত্যিই অবিশ্বাস্য।’
এর আগে বক্সিং ডে’তে বাড়িতে বিশ্রাম নিতে শুয়ে পড়ার পরই শারীরিক অবস্থার অবনতি ঘটে মার্টিনের। এরপর তাকে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
প্রায় ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার মার্টিনের। ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ক্যারিয়ারে ৬৭টি টেস্টে ৪৬.৩৭ গড়ে করেছেন ৪৪০৬ রান, আছে ১৩টি সেঞ্চুরি।

Side banner