Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
বাংলাদেশের

বিশ্বকাপ ভেন্যু না পাল্টালে কী কী বিকল্প আইসিসির সামনে?


দৈনিক পরিবার | ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৫, ২০২৬, ১২:১৩ পিএম বিশ্বকাপ ভেন্যু না পাল্টালে কী কী বিকল্প আইসিসির সামনে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কথা আইসিসিকে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল (রোববার) আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার জন্য আবেদন জানিয়েছে বিসিবি। এবিষয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বলছে, বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আইসিসি। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তবে এক-দুই দিনের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত।
তবে যতক্ষণ না আইসিসি এই দাবি মেনে নিচ্ছে, ততক্ষণ আসলে কোনো কিছুই চূড়ান্ত নয়। এই পরিস্থিতিতে তাদের হাতে আরও দুটি বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে। অতীতের ঘটনা বিবেচনায় এনে সেই বিকল্পের কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
প্রথম বিকল্প, পয়েন্ট হারাতে পারে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠেয় ম্যাচগুলো ওয়াকওভার করতে হতে পারে। তাতে তাদের গ্রুপ প্রতিপক্ষ দলগুলো দুটি পয়েন্ট করে পাবে। ১৯৯৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ খেলতে যায়নি শ্রীলঙ্কায়। নিরাপত্তা শঙ্কার কারণে তারা না যাওয়ায় নিয়ম অনুযায়ী দুই ম্যাচেই স্বাগতিকরা জয় পায়, ওইবারেও যৌথ আয়োজক ছিল ভারত। ২০০৩ সালে ইংল্যান্ড জিম্বাবুয়েতে না গিয়ে ম্যাচ পরিত্যক্ত করে; পূর্ণ পয়েন্ট পায় স্বাগতিকরা। একই আসরে কেনিয়ার বিপক্ষে না খেলায় নিউজিল্যান্ডও ওয়াকওভার দেয়।
আরেকটি বিকল্প, বাংলাদেশ বিশ্বকাপ থেকে হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অন্য একটি দেশকে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে, যেমনটা হয়েছিল ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। অস্ট্রেলিয়া খেলতে আসেনি বাংলাদেশে। তাদের বাদ দিয়ে বাছাইপর্বের রানার্সআপ আয়ারল্যান্ডকে নেওয়া হয়।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, সব ম্যাচই ভারতে খেলার কথা রয়েছে বাংলাদেশের। তার মধ্যে তিনটি ম্যাচ খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে এবং অন্য ম্যাচ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখন দেখার অপেক্ষা মাত্র এক মাস সময় হাতে রেখে বাংলাদেশের দাবি মেনে তাদের চার ম্যাচ ভারতের বাইরে নেওয়ার অনুমোদন আইসিসি দেয় কি না!

Side banner