Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
আমন্ত্রণ ২৬ দেশ ও ৭ সংস্থাকে

বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ দেবে ইসি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ১১:৫৪ এএম বিদেশি পর্যবেক্ষকদের থাকা-খাওয়ার খরচ দেবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে নির্বাচন কমিশন (ইসি)। স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিতে এবার বিশ্বের ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছে নাসির উদ্দিন কমিশন। সোমবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান। 
পর্যবেক্ষকদের আতিথেয়তায় ইসি জানায়, এসব দেশ ও সংস্থা থেকে আগত মোট ৮৩ জন বিদেশি পর্যবেক্ষকের আবাসন (একোমোডেশন) ও খাবারের (ফুড) যাবতীয় ব্যয়ভার বহন করবে নির্বাচন কমিশন। আন্তর্জাতিক অঙ্গনে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা তুলে ধরতেই কমিশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অতীতের নির্বাচন পর্যবেক্ষণের পরিসংখ্যান বিগত কয়েকটি নির্বাচনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, পর্যবেক্ষকদের অংশগ্রহণ ছিল বৈচিত্র্যময়।
দ্বাদশ সংসদ নির্বাচন (২০২৪): এই নির্বাচনে ৪০টি পর্যবেক্ষক প্রতিষ্ঠানের ৫১৭ জন বিদেশি এবং স্থানীয় ৮৪টি প্রতিষ্ঠানের ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক অংশ নেন।
একাদশ সংসদ নির্বাচন (২০১৮): ৮১টি দেশি প্রতিষ্ঠানের ২৫ হাজার ৯০০ জন প্রতিনিধি ভোট পর্যবেক্ষণ করেন। বিদেশি পর্যবেক্ষক হিসেবে কমনওয়েলথ, ওআইসি, ফেমবোসা ও এএইএ থেকে আমন্ত্রিত ৩৮ জন এবং বিভিন্ন মিশনের ১২৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
দশম সংসদ নির্বাচন (২০১৪): সব দল অংশ না নেওয়ায় এই নির্বাচনে পর্যবেক্ষক সংখ্যা ছিল সবচেয়ে কম। মাত্র ৪ জন বিদেশি এবং স্থানীয় ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক এতে অংশ নেন।
নবম সংসদ নির্বাচন (২০০৮): এ বছর রেকর্ড সংখ্যক ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন দেশি এবং ৫৯৩ জন বিদেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছিলেন।
ইইউ ও যুক্তরাষ্ট্রের অবস্থান রেকর্ড বলছে, ২০১৮ এবং ২০১৪ সালের নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠায়নি। পরবর্তীতে ওই দুটি নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে তারা বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপন করেছিল। তবে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবার আগেভাগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে আমন্ত্রণ জানালো কমিশন।
নির্বাচন কমিশন আশা করছে, বিদেশি পর্যবেক্ষকদের এই সরব উপস্থিতি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচনের গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Side banner