Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

লালমনিরহাটে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন


দৈনিক পরিবার | মো. মাসুদ রানা রাশেদ জানুয়ারি ৬, ২০২৬, ০৭:১০ পিএম লালমনিরহাটে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

লালমনিরহাটে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) লালমনিরহাটের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে লালমনিরহাট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের বাস্তবায়নে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
লালমনিরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এ সময় লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় অংশগ্রহণকারী কলেজ সমূহ হলো- বড়বাড়ি শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় (ডিগ্রি কলেজ), লালমনিরহাট আদর্শ ডিগ্রি (অনার্স) কলেজ, নেছারিয়া কামিল মাদ্রাসা, সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজ, আদিতমারী সরকারি কলেজ, মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, উত্তর বাংলা কলেজ, সরকারি করিম উদ্দিন পাবলিক কলেজ, সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ, বড়খাতা ডিগ্রি কলেজ, দইখাওয়া আদর্শ কলেজ, পাটগ্রাম সরকারি ডিগ্রি কলেজ।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পর্যন্ত আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট চলবে।

Side banner