Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

কোটি টাকার প্রতারণা, বিপাকে সুনীল শেঠি কন্যা


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক জানুয়ারি ৬, ২০২৬, ১১:৪৭ এএম কোটি টাকার প্রতারণা, বিপাকে সুনীল শেঠি কন্যা

জালিয়াতি ও কোটি টাকার প্রতারণার কবলে পড়েছেন বলিউড অভিনেতা সুনীল শেঠির মেয়ে অভিনেত্রী আথিয়া শেঠি। মূলত, আথিয়ার স্বাক্ষর জাল করে একটি বিজ্ঞাপনী সংস্থার বিরুদ্ধে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। 
গ্রেপ্তাররা হলেন, একটি বিজ্ঞাপনী সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, সংস্থার মালিক যশ নাগরকোটি এবং অশায় শাস্ত্রী। অভিযুক্ত ঋষভ সুরেকারের বিরুদ্ধে সুনীল কন্যা আথিয়া শেঠির স্বাক্ষর জাল করার পাশাপাশি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়া ই-মেইল আইডি তৈরির অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে ঋষভ সুরেকা আথিয়ার সহকারী দলের সঙ্গে যোগাযোগ করেন। একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য ৪০ লাখ রুপির চুক্তির বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও তা শেষ পর্যন্ত সফল হয়নি। তবে জুয়েলারি ব্র্যান্ডটিকে ঋষভ আশ্বস্ত করেন যে আথিয়াই তাদের বিজ্ঞাপনে কাজ করবেন।
এরপর তিনি আথিয়ার স্বাক্ষর জাল করে ব্র্যান্ডটির সঙ্গে চুক্তি করেন। এমনকি আথিয়া ও তার স্বামী কেএল রাহুলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ।
২০২৩ সালে সংশ্লিষ্ট সংস্থায় যোগ দেওয়ার পর থেকেই ঋষভের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ওঠে। যোগদানের পরপরই মায়ের চিকিৎসার কথা বলে তিনি ১৫ লাখ রুপি ঋণ নেন। পরবর্তীতে অভিনেত্রী দিয়া মির্জাকে দিয়ে বিজ্ঞাপনের কাজ করানোর নাম করে ৬২ লাখ রুপি হাতিয়ে নেওয়ার চেষ্টাও করেন তিনি। সব মিলিয়ে কোটি টাকার এই জালিয়াতির কেসে বর্তমানে পুলিশি হেফাজতে থাকা এই তিন অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে; আর এই সংকটে নাম জড়িয়ে আলোচনায় চলে এলেন সুনীল শেঠি কন্যা আথিয়া শেঠি।

Side banner