Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক স্থাপন


দৈনিক পরিবার | তারেক মাহমুদ এপ্রিল ২৩, ২০২৪, ০৭:৩৫ পিএম লক্ষ্মীপুরে পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক স্থাপন

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উদ্যোগে পৌর শহরের ৪টি স্থানে পথচারীদের জন্য ঠাণ্ডা পানি ও শরবত বিতরণের ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় এ ট্যাঙ্ক বসানো হয়।
সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও প্রচণ্ড তাপদাহ চলছে। এরই মাঝে সাধারণ মানুষকে নানা প্রয়োজন এবং কর্মের তাগিদে শহর গঞ্জে বের হতে হয়। তাদের স্বস্তির কথার চিন্তা করে শহরের উত্তর তেমুহনী, দক্ষিণ তেমুহনী, চকবাজার ও ঝুমুরে এ ঠাণ্ডা শরবত এর ট্যাঙ্ক স্থাপন করেন মেয়র।
পথচারী ও স্থানীয়রা বলছেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রচণ্ড গরমে এই ঠাণ্ডা শরবত খেয়ে আরাম আর পানির তৃষ্ণা মিটবে তাদের।
পৌর মেয়র বলেন, প্রচণ্ড তাপদাহের মাঝে নিজ উদ্যোগে সাধারণ পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দিতে শহরের চারটি স্থানে এই শরবতের ট্যাঙ্ক স্থাপন করেছি। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।

Side banner