Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৪ আষাঢ় ১৪৩২

খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত


দৈনিক পরিবার | মো. লায়ন ইসলাম জুলাই ৩১, ২০২৪, ০৭:৩৩ পিএম খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত

“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’- এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা অবমুক্তকরণ শেষে র‌্যালি শেষে উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান শাহ্। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পলি রায়, উপজেলা মৎস্য অফিসার শাম্মী আক্তার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, প্রাণিসম্পদ অফিসার ডা রতন কুমার ঘোষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী ও সাংবাদিকবৃন্দ।
এ সময় কয়েকজন মৎস্যচাষীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

Side banner