Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২ আশ্বিন ১৪৩১

খানসামায় শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র


দৈনিক পরিবার | মো. লায়ন ইসলাম আগস্ট ১৪, ২০২৪, ০৩:৫৯ পিএম খানসামায় শিক্ষার্থীদের রং-তুলিতে বদলে গেছে দেয়ালের চিত্র

শেখ হাসিনা সরকারের পদত্যাগের ১ দফা দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছিলেন খানসামা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত তারুণ্যদিপ্ত একঝাক বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। সরকার পদত্যাগ ও নতুন সরকার গঠনের পর আগের গ্রাফিতি মুছে সেই দেয়ালে এখন বিজয়ের চিহ্ন, ক্যালিগ্রাফি লিখছেন তারা।
দেয়াল লিখন ও ক্যালিগ্রাফিতে অংশ নিয়েছেন সাজিদ, লিটন, মাহিম, সুমাইয়া শশী, রুহুল আমিন, মাহাবুব সাগর, জেন্সি, রিমন, লামিত, রিমি, তোহাসহ কয়েকজন শিক্ষার্থী।
বুধবার (১৩ আগস্ট) উপজেলার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের দেওয়ালে এসব গ্রাফিতি আর্ট করেন।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার থেকেই শিক্ষার্থীদের অনেকে দেয়াল পরিষ্কার করছেন, কেউ কেউ রঙ মিশানোর কাজ করছেন, কেউ দেয়ালে লিখছেন। এসব চিত্রে দেখা গেছে ‘ছাত্ররাই দেশ পরিবর্তনের কারিগর, স্বৈরাচার তুই চুপ কর, ৩৬ জুলাই, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, ২৪-এর গণঅভ্যুথানসহ বিভিন্ন শ্লোগান।
দর্শনার্থীরা দেয়াল লিখনে নিজেদের মুগ্ধতা করেছেন। এ কাজের উদ্যোগ নেওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ ও  কৃতজ্ঞতা জানিয়েছেন সুধীজনরা।

Side banner