Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১

নওগাঁর মেয়ে মেরিনা জন্ম দিলেন একসঙ্গে ৫ ছেলে সন্তানের


দৈনিক পরিবার | নওগাঁ প্রতিনিধি সেপ্টেম্বর ১১, ২০২৪, ১১:৪২ পিএম নওগাঁর মেয়ে মেরিনা জন্ম দিলেন একসঙ্গে ৫ ছেলে সন্তানের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন মেরিনা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। মেরিনা আক্তার নওগাঁ জেলার বদলগাছি উপজেলার শ্রীরামপুর এলাকার আব্দুল মজিদের স্ত্রী। তার বাবার বাড়ী নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের অন্তর্গত তিলাবদুরী গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গেছে (১১ সেপ্টেম্বর) বুধবার দুপুর ১২ টায় মেরিনা আক্তারের প্রসবব্যথা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসেন। এই সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে উনাকে ভর্তি করান। সেখানে দুপুর ১টায় সিজারের মাধ্যমে একে একে পাঁচটি পুত্র সন্তান জন্ম দেন মেরিনা।
বর্তমানে মা ও সন্তানরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার।

Side banner