Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

পোরশায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক জরিমানা আদায়


দৈনিক পরিবার | এম এ মান্নান, পোরশা (নওগাঁ) প্রতিনিধি নভেম্বর ৪, ২০২৪, ০৭:০৮ পিএম পোরশায় ভোক্তা অধিকার সংরক্ষণ কর্তৃক জরিমানা আদায়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও পোরশা উপজেলা নির্বাহী অফিসারের যৌথ পরিচালনায় অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
সোমবার (৪ নভেম্বর) বিকালে উপজেলার সারাইগাছি মোড়ে এই অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালে বিভিন্ন দোকানে জরিমানা আদায় করেন। মুনলাইট ফার্মেসি ও লাস্ট ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় জরিমানা করা হয়। একই সাথে খাবার দোকান মা-বাবার দোয়া, মতিনের দোকান, শরিফুলের দোকানে খোলা পরিবেশে খাবার জিনিসপত্র রাখায় জরিমানা করা হয়। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ৩৮ ও ৪৫ ধারায় ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয় এবং প্রত্যেক দোকানদারদের সতর্ক করেন ভবিষ্যতে যেন খোলা পরিবেশে কোন খাবার জিনিসপত্র বিক্রি করা না হয়। 
এ নির্দেশ অমান্য করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সর্বোচ্চ জেল জরিমানা করা হবে। 

Side banner