ইসকনের জঙ্গি তৎপরতা ও রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাবনার ছাত্র জনতা। শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাবনার নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ।
সরকারি এডওয়ার্ড কলেজ মেইন গেট থেকে বিক্ষোভটি শুরু করে আলিয়া মাদ্রাসা, শহীদ চত্বর, পাবনা প্রেসক্লাব রোড ধরে ইন্দারা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে শহীদ চত্বরে একটি সমাবেশ করে। সমাবেশের বক্তারা অনতিবিলম্বে ইসকনের নিষিদ্ধ ঘোষণা করে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকান্ড সহ যাবতীয় জঙ্গি তৎপরতার বিচার দাবি করেন ।
পাবনার অন্যতম সমন্বয়ক বরকতুল্লা ফাহাদ বলেন কাউকে দেশ নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না, জীবনের বিনিময় দেশ স্বাধীন হয়েছে দেশ রক্ষার প্রয়োজনে পুনরায় আমরা জীবন দিব। বরকাতুল্লাহ ফাহাদ বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার বিচারের মাধ্যমে দেশের জনগণ স্বস্তি পাবে।
আপনার মতামত লিখুন :