Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর 


দৈনিক পরিবার | তৈয়বুর রহমান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ডিসেম্বর ২, ২০২৪, ০৫:১১ পিএম নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর 

নওগাঁর নিয়ামতপুরে ধান মাড়ানো মেশিনের চাকায় পিষ্ট হয়ে মুশফিক (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
গত শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। সেখান থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে তার মৃত্যু হয়। নিহত মুসফিক উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া এলাকার মিলন হোসেনের একমাত্র সন্তান। 
মুশফিকের চাচা তোতা প্রতিবেদককে জানান, গতকাল শনিবার সন্ধ্যার দিকে বাড়ির বাইরে আমার চাচার ধান মাড়ানো মেশিনে উঠে পড়ে। মেশিনে করে ঘুরিয়ে তাকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বাড়িতে যেতে বলেন। মুশফিক বাড়ি চলে গেছে ভেবে মেশিনটি পেছনে ঘোরানোর সময় চাকায় পিষ্ট হয়ে মারাত্মক জখম হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুশফিকের। 
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হয়নি।

Side banner