Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২
বাঞ্ছারামপুরে প্রাথমিক বিদ্যালয়ে

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


দৈনিক পরিবার | ফজলে রাব্বি রিফাত মার্চ ১৯, ২০২৩, ০৭:৩৪ পিএম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মার্চ) উপজেলার ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৩ অনুষ্ঠিত হয়।
ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা নৌসাদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর মো. আমিনুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার গাজী মো. শাহরাজ ও মো. এনামুল  হক এবং গোফরান মাস্টার।
অনুষ্ঠানে ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।  

 

Side banner