৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়সূচি নিশ্চিত করার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর সোয়া বারটায় ৪৭ তম বিসিএস এ লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করেন।
ঢাকায় প্রবেশের অন্যতম ব্যস্ত মহাসড়ক হলো ঢাকা-আরিচা মহাসড়ক। অবরোধকারীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে (ডেইরি গেট) অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করলে দ্রুতই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এ সময় মাত্র আধা ঘন্টা অবরোধ পেরিয়ে গেলে রাস্তার জ্যাম বেধে যায়। ডেইরি গেট থেকে রেডিও কলনি পর্যন্ত দীর্ঘ জ্যাম বেধে যায়। অন্যদিকে ডেইরি গেট থেকে নবীনগর পর্যন্ত রাস্তায় জ্যাম বেধে যায়।
এক পথচারীর সাথে কথা বললে তিনি বলেন, আমি বাইপাইলে যাবো। কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমি বাস থেকে নেমে এখানে পর্যন্ত আসলাম। এখন আমার আরও কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না।
রাস্তা অবরোধকারীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী রায়হান বলেন, আমরা এতোদিনে কিছু করিনু, আজকে এই মহাসড়ক অবরোধ করতে বাধ্য হয়েছি। যেখানে অন্যান্য বারে পিএসসি লিখিত পরীক্ষার জন্য ন্যূনতম ছয় (৬) মাস সময় দেয়, সেখানে আমাদের এতো অল্প সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত এক প্রকারের হঠকারিতা।
আমরা মহাসড়ক অবরোধকালে জনদুর্ভোগের কথা বুঝতে পেরেছি। কিন্তু পিএসসি তার এমন হঠকারিতামূলক সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমাদের উপর করা এই বৈষম্যমূলক আচরণ আমরা মেনে নেবো না। আমরা চাই, আমাদের ন্যায্য দাবী দ্রুততম সময়ের মাঝে মেনে নিয়ে পিএসসি তার সিদ্ধান্তে পরিবর্তন আনুক। উল্লেখ্য, দুপুর ২টার দিকে ২০ মিনিট এর জন্য রাস্তার অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল।








































আপনার মতামত লিখুন :