Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
১৫ ডিসেম্বর

মান্নার শেষ সিনেমা মুক্তি পাচ্ছে


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৩, ০১:৪৭ পিএম মান্নার শেষ সিনেমা মুক্তি পাচ্ছে

প্রয়াত চিত্রনায়ক মান্নার শেষ সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিল অনেক দিন। বিভিন্ন জটিলতায় বারবার পিছিয়ে যাচ্ছিল সিনেমাটির মুক্তি। তবে সেই অপেক্ষার অবসান হলো। প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে খবরটি নিশ্চিত করে বলেন, জাহিদ হোসেনের পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক “জীবন যন্ত্রণা” নামে সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৫ ডিসেম্বর।
তিনি জানান, মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমার কারণেই বিজয় দিবস উপলক্ষে জীবন যন্ত্রণা মুক্তির পরিকল্পনা করা।
খসরু জানান, “লীলামন্থন” নাম দিয়ে সিনেমার কাজ শুরু হয়। এরপর নামে ২০১১ সালে সেন্সরে জমা দেওয়া হলে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। পরবর্তীতে নানা জটিলতায় সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
“জীবন যন্ত্রণা” সিনেমাটি নির্মিত হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একদল যৌনকর্মীর যোগ দেওয়া নিয়ে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।

 

Side banner