Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

নিজেকে ‘সৌভাগ্যবতী’ বললেন ঋতুপর্ণা 


দৈনিক পরিবার | বিনোদন ডেস্ক ডিসেম্বর ৮, ২০২৫, ০৯:৫৯ পিএম নিজেকে ‘সৌভাগ্যবতী’ বললেন ঋতুপর্ণা 

কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর ৮১ বছর বয়সে পদার্পণ করেছেন। এই বয়সেও তার সৌন্দর্য এতটুকু ম্লান হয়নি, যা আজও অনেকের কাছে ঈর্ষণীয়। শর্মিলা ঠাকুর শুধুমাত্র বলিউডেই নয়, টলিউডের একাধিক ছবিতেও কাজ করেছেন।
এই বছরই মুক্তি পাওয়া ‘পুরাতন’ ছবিতে তিনি অভিনয় করেছেন, যেখানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা বিভিন্ন সাক্ষাৎকারে বারবার বলেছেন, এই সুযোগ তার কাছে কতটা বড় এবং গুরুত্বপূর্ণ। 
এবার তার সেই প্রিয় সহকর্মীকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা। শর্মিলা ঠাকুরের সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন, পুরাতন’ ছবির সেটের একটি মুহূর্ত। আমাদের সব থেকে প্রিয় নায়িকা শর্মিলা ঠাকুরকে জানাই শুভ জন্মদিন।
‘আপনার অসামান্য সৌন্দর্য, ভালোবাসা এবং স্নেহ চিরকাল আমার স্মৃতিতে অমলিন থাকবে। আপনার দীর্ঘ কর্মজীবন আমাদের সকলের কাছেই এক বিশাল অনুপ্রেরণা।’
তার কথায়, আপনার মার্জিত ব্যবহার এবং অসামান্য ধৈর্য আমাদের সবার কাছে শিক্ষণীয়। আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত এবং নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আপনার শুভ জন্মদিন আরও শুভ হোক সেই কামনাই করি। সকলের সঙ্গে অনেক অনেক ভালো থাকুন।

Side banner