Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২
অধ্যাপক টিটো মিয়া

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ডিসেম্বর ২৯, ২০২২, ০৪:১৪ পিএম স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হলেন

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. টিটু মিয়া এর আগে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিসিপিএস এর নির্বাচিত কাউন্সিলর (২০১৯-২০২৩)। ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির (২০১৫-২০১৮) সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সহ সভাপতি ছিলেন এবং মেডিসিন সোসাইটির (২০১৫-২০১৭) সাবেক মহাসচিব (স্বাচিপ মনোনীত) ছিলেন। 
ফাইনাল পেশাগত পরীক্ষায় (১৯৯০) প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করেন তিনি। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর এই আজীবন সদস্য চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ময়মনসিংহ স্বাচিপ মনোনীত মির্জা-পাঠান পরিষদ হতে বিএমএ’র নির্বাচনে অংশগ্রহণ করে সর্বাধিক ভোটে নির্বাচিত হন।
 

Side banner