ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণ পশ্চিমের রেকজেনেস উপদ্বীপে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প আঘাত হেনেছে। এনডিটিভি জানিয়েছে, এই ঘটনার পর সেখানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আশঙ্কা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। নাগরিক সুরক্ষা এবং জরুরি ব্যবস্থাপনা বিভাগ এ ঘোষণা দেয়। এছাড়াও নিরাপত্তার উদ্দেশ্যে একটি টহল জাহাজ মোতায়ন করা হয়েছে।
আইসল্যাণ্ডের পুলিশ প্রধান জানিয়েছে, গ্রিন্ডাভিক গ্রামের উত্তরে তীব্র ভূমিকম্পের কারণে নাগরিকদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে। গ্রামটিতে অন্তত ৪ হাজার লোকের বাস। ভূমিকম্পের ফলে সেখানে যে কোন সময় আগ্নেয়গিরির বিস্ফোরণের আশঙ্কা দেখা দিয়েছে।
আইসল্যান্ডিক মেট অফিস জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পগুলোর মধ্যে সবচেয়ে বড় কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ২। এসব ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে। এখানে কয়েক দিনের মধ্যেই অগ্ন্যুৎপাত ঘটতে পারে।
আইএমও জানিয়েছে, অক্টোবরের শেষ থেকে উপদ্বীপটিতে এই পর্যন্ত প্রায় ২৪ হাজার বার কম্পন অনুভূত হয়েছে।
আপনার মতামত লিখুন :