ময়মনসিংহের নান্দাইলে নিরীহ আব্দুল হেলিম (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার দুই আসামীকে চার্জশীট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদিরের বিরুদ্ধে। এমন অভিযোগ করেন হত্যা মামলার বাদী আবু বক্কর ছিদ্দিক শাহীন। বুধবার (১০ জুলাই) সকাল ১১ টায় নান্দাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে এমন অভিযোগ করেন নিহতের পরিবার।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদিরের দাবী বাদীপক্ষ কে জানিয়ে চার্জশীট দেওয়া হয়েছে।
গত বছরের ৮ ডিসেম্বর উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাঁউগড়া গ্রামের আব্দুল হেলিম (৬৫) কে নরসুন্দা নদীর পাড়ে বীজতলায় একা পেয়ে প্রতিবেশী সুলতান মিয়ার পুত্র বুলবুল মিয়া (৩৫) পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর ছিদ্দিক শাহীন বাদী হয়ে মৃত সুলতান মিয়ার পুত্র বুলবুল মিয়া (৩৫),হাদিস মিয়া (৪৭), আলম মিয়া (২২) তিন জনের নামে হত্যা মামলা দায়ের করে। মামলার প্রধান আসামী গ্রেফতার হলেও বাকীদের ধরতে পারেনি পুলিশ।
এদিকে বুধবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে বক্তব্যে মামলার বাদী নিহতের ছেলে আবু বক্কর ছিদ্দিক শাহীন বলেন- আমার বাবা আব্দুল হেলিম কে পূর্বশত্রুতার জেরে গত বছরের ৮ ডিসেম্বর পিটিয়ে হত্যা করে। মামলা করা হলে আসামীরা আমাকে এবং আমার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয়। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির মামলার ২ও ৩নং আসামীকে চার্জশীট নাম বাদ দিতে চাপ দেয়। আমি তাতে রাজী না হওয়াতে আমি এবং আমার পরিবারের সাথে অসদাচরণ করে এবং আমার মত বাদীর প্রয়োজন নেই বলে জানান এসআই আব্দুল কাদির।
এদিকে নিহতের ভগ্নিপতি শফিকুল ইসলাম কামালের অভিযোগ, আসামীদের বাঁচাতেই এসআই আব্দুল কাদির বাদী পক্ষের কোন কথায় শুনে না। তিনি উনার মত আসামী পক্ষ নিয়ে চার্জশীট দিয়েছে। আমরা এটি মানি না। আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান।
এসময় উপস্থিত ছিলেন -মামলার বাদী আবু বক্কর ছিদ্দিক শাহীন, নিহতের ছোট ছেলে মো. তুহিন মিয়া, ভগ্নিপতি শফিকুল ইসলাম কামাল, ভাতিজা মো. জুয়েল মিয়া, আত্নীয় আজিজুল ইসলাম সহ প্রমুখ।
জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদির মুঠোফোনে বলেন, বাদী পক্ষ যে অভিযোগ করেছে তা মিথ্যা। আমি তাদের সাথে কথা বলেই গত মাসে বুলবুল মিয়াকে অভিযুক্ত করে চার্জশীট দিয়েছি। এখন যদি চার্জশীট বাদীপক্ষের পছন্দ না হয় তাহলে নারাজি দিতে পারে।
আপনার মতামত লিখুন :