বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকতা পেশাকে অবশ্যই দলীয় রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে হবে। গণমাধ্যমকে অবশ্যই নিজস্ব মতামত প্রচার-প্রকাশ বর্জন করতে হবে। এটা থাকলে গণমাধ্যম গ্রহণযোগ্যতা পায় না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতাকে প্রতিষ্ঠিত করে, মানুষের মনে আস্থা তৈরি করে। এর মধ্য দিয়ে একটি দেশের গণমাধ্যম মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়।
শনিবার (২৪ মে) দুপুরে যশোর সার্কিট হাউস মিলনায়তনে ‘গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান একেএম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করা না গেলে গণমাধ্যমকে কার্যত রাষ্ট্রের চতুর্থ স্তম্ভে পরিণত করা যাবে না। এজন্য স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তা দরকার। এসব বিবেচনা করেই সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নের প্রক্রিয়া চলছে।
দেশের সাংবাদিক সমাজে বিভাজনের বিষয়ে তিনি বলেন, প্রেস ক্লাব হলো একটি সামাজিক সংগঠন, যেখানে সাংবাদিকেরা মিলিত হবেন, মতবিনিময় করবেন, সহমর্মিতা ও সৌহার্দ্য গড়ে তুলবেন। কিন্তু অতিরিক্ত বিভাজন পেশাদারিকে আঘাত করে। সাংবাদিকদের উচিত পেশার প্রতি মনোযোগী হওয়া এবং নিজ দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে মনোনিবেশ করা।
জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন যশোরের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল ইসলাম। কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আবদুস সবুর রিসোর্স পারসন হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় যশোরের বিভিন্ন পত্রিকার প্রকাশক, সম্পাদকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এতে ৫০ জন গণমাধ্যম কর্মীকে প্রশিক্ষণ কর্মশালার বিশেষ সনদ প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :