Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২২, ২০২৩, ০৫:৪০ পিএম পলাতক দুই যুদ্ধাপরাধী গ্রেফতার

যুদ্ধাপরাধে জড়িত সাতক্ষীরার শ্যামনগর তারানিপুর এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন মো. আব্দুল আজিজ ওরফে আজিজ কমান্ডার (৮২) এবং মো. সুরত আলী গাজী (৭৬)। সোমবার রাতে শ্যামনগর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে এটিইউ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৭১ সালের ২৭ অক্টোবর ভেটখালি-জয়াখালি খেয়াঘাটে রাজাকার আজিজ কমান্ডার ও রাজাকার সুরত আলীর নেতৃত্বে ১০ জনেরও বেশি শরণার্থীকে ধরে বার্স্ট ফায়ারে হত্যা করা হয়। তাদের নেতৃত্বে ১৯৭১ সালের অক্টোবর মাসে কালিনগর গ্রামের বামাচরণ মন্ডলের ছেলে সুরেন্দ্রনাথ মন্ডলসহ কয়েকজন হিন্দু ধর্মালম্বীকে ধরে নিয়ে ধুমঘাট এলাকায় গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় সুরেন্দ্রনাথ মণ্ডলের মেয়ে টুকু রানী মণ্ডল বাদী হয়ে ১৯৯৬ সালে সাতক্ষীরা জজ আদালতে মামলা করেন আব্দুল আজিজ ও সুরত আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলহাজতে থাকা অবস্থায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান। পরবর্তীতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তে এ হত্যাকাণ্ডের সত্যতা পাওয়ার পর বিচার কার্যক্রম শুরু হয়।
এটিইউ আরও জানিয়েছে, আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারা এর মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১, তাদের অনুপস্থিতিতে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামীরা ২০১৭ সাল থেকে পলাতক ছিলেন। তাদেরকে আদালতের আদেশ মোতাবেক জেলহাজতে প্রেরণ পাঠানো হয়েছে।

 

Side banner