Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২
১৯৮৫ জনের মনোনয়ন বৈধ

৭৩১ জনের প্রার্থিতা বাতিল


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৪, ২০২৩, ০৯:৪৪ পিএম ৭৩১ জনের প্রার্থিতা বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর রির্টানিং অফিসে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে ৩০০ আসনে ২৭১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেয়। রিটার্নিং অফিসে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জনের প্রার্থীর মনোনয়ন বৈধতা ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রার্থিতা বাতিল হয়েছে ৭৩১ জনের। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে এই তথ্য জানান।
এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলে দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই চলবে ৪ ডিসেম্বর বিকেল ৪টায় শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি রবিবার।

Side banner