Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
সমুদ্রের গুরুত্ব ও সুরক্ষা সচেতনতায়

বিশ্ব সমুদ্র দিবস পালন করবে বোরি


দৈনিক পরিবার | রাহুল মহাজন জুন ৪, ২০২৪, ০৯:১০ পিএম বিশ্ব সমুদ্র দিবস পালন করবে বোরি

আগামী শনিবার (৮ জুন) বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে নানান আয়োজনে দিবসটি উদযাপন করবে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট-বোরি। মঙ্গলবার সকালে বোরি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বৈজ্ঞানিক কর্মকর্তা  হাসিবুল ইসলাম এর প্রস্তুতি সম্পর্কে জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সমুদ্র দিবস উদযাপনের মাধ্যমে সমুদ্রের গুরুত্ব ও সুরক্ষা সম্পর্কে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে চাই।সমুদ্র দেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি সংরক্ষণ সকলের দায়িত্ব।
এছাড়াও আয়োজন মধ্যে থাকছে সেমিনার, ওশান অলিম্পিয়াড,বিচ ক্লিনিং প্রোগ্রাম, থ্রীডি মুভি এবং টেলিস্কোপ প্রদর্শন।
সমুদ্র দিবসের ওই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. খুরশেদ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দেসহ অনেকেই।
সংবাদ সম্মেলনে আরো উপস্তিতি ছিলেন বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট- বোরি বৈজ্ঞানিক কর্মকর্তা মীর কাশেম, তানিয়া ইসলাম।

Side banner