Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১৮ মাঘ ১৪৩২

বাংলাদেশে প্রবেশ করেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মে ৩১, ২০২৫, ০৯:০৫ পিএম বাংলাদেশে প্রবেশ করেই আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় গ্রেফতার হয়েছেন ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ। শনিবার (৩১ মে) বিকেলে তাকে দর্শনা ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করে। এসময় তার সঙ্গে স্ত্রী-সন্তান ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতির বাড়ি ও দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার মামলায় জামিনে থাকলেও তিনি ইমিগ্রেশন পুলিশের কালো তালিকাভুক্ত ছিলেন।
দর্শনা ইমিগ্রেশনের এসআই রমজান আলী জানান, ১৩ মে বিকাশ কুমার ঘোষ স্ত্রী-সন্তান নিয়ে দর্শনা বর্ডার দিয়ে ভারত যান। ১৭ দিন ভারতে অবস্থানের পর শনিবার বিকেল ৫টার দিকে তিনি একইপথে দেশে ফিরে আসার পর দর্শনা ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে।

Side banner