Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেশবপুরে বিজয় র‌্যালি 


দৈনিক পরিবার | নাজিম উদ্দীন আগস্ট ৫, ২০২৫, ০৭:৪৭ পিএম গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে কেশবপুরে বিজয় র‌্যালি 

যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বেলা ১১টায় বিজয় র‌্যালি, দুপুরে আলোচনা সভা, বিকাল ৫টায় শহীদ আবু বকর আবু ও শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অনুষ্ঠিত বিজয় র‌্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
একই দিন বিকাল ৫টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও থানা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মিদের সঙ্গে নিয়ে শহীদ আবু বকরের জন্মস্থান উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ গ্রামস্থ পারিবারিক কবর স্থানে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। সেখান থেকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমানের জন্মস্থান উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভালুকঘর গ্রামস্থ পারিবারিক কবর স্থানে গিয়ে বিএনপি নেতৃবৃন্দ তাঁর কবর জিয়ারত করেন।

Side banner