Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

নান্দাইলে এনসিপির চার নেতার পদত্যাগ


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার আগস্ট ২৫, ২০২৫, ০৯:২৪ পিএম নান্দাইলে এনসিপির চার নেতার পদত্যাগ

ময়মনসিংহের নান্দাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২৫ আগস্ট) লিখিতভাবে তারা পদত্যাগ করেন।
পদত্যাগ করা নেতারা হলেন এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান, আশেক আলী মণ্ডল, শেখ সাদি ও মোহাম্মদ উল্লাহ।
পদত্যাগের কারণ হিসেবে সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকাকে উল্লেখ করা হয়েছে।
এনসিপির নান্দাইল উপজেলা সমন্বয় কমিটির সদস্য কাওছার আহম্মেদ জিসান বলেন, ‘সংগঠনের নীতি, নৈতিকতা এবং আদর্শ ঠিক না থাকার কারণে পদত্যাগ করেছি। উপজেলা পর্যায়ের এনসিপির কিছু নেতা অনিয়ম ও দুর্নীতির সঙ্গেও জড়িয়ে পড়েছেন। আমাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
বক্তব্য জানতে নান্দাইল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ফাইজুল ইসলামের মোবাইল নম্বরে একাধিকবার কল দিয়েও বক্তব্য পাওয়া যায়নি।
তবে এনসিপির ময়মনসিংহ জেলা সমন্নয় কমিটির প্রধান সমন্নয়কারী জাবেদ রাসিন বলেন, পদত্যাগের বিষয়টি আমার এখনো জানা নেই। খোঁজ নিয়ে পদত্যাগের কারণ জানতে চেষ্টা করছি।

Side banner