Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১ বৈশাখ ১৪৩১
২৬ ও ২৭ জানুয়ারি

সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৪, ০৭:০৪ পিএম সারাদেশে কালো পতাকা মিছিল করবে বিএনপি

আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে বিএনপি। রবিবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
কর্মসূচির বিষয়ে রিজভী জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে, খালেদা জিয়ার মুক্তি, দলের মহাসচিবসহ রাজবন্দী নেতাদের মুক্তি, অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবি আদায়ে ২৬ জানুয়ারি দেশের সব জেলা সদরে ও ২৭ জানুয়ারি দেশের সব মহানগরে কালো পতাকা মিছিল করবে বিএনপি। এর আগে সরকার পতনের আন্দোলন জোরালো করতে হরতাল অবরোধ সহ অসহযোগ আন্দোলনের ডাক দেয় বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচন পরবর্তী আন্দোলনের অংশ হিসেবেই বিএনপির এই ২ দিনের কালো পতাকা মিছিল।

Side banner