Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০

নেত্রকোণায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু


দৈনিক পরিবার | নেত্রকোণা প্রতিনিধি জুলাই ১৩, ২০২২, ০৬:৪৫ পিএম নেত্রকোণায় উপজেলা চেয়ারম্যানের মৃত্যু

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান মৃত্যুবরণ করেন। বুধবার (১৩ জুলাই) বিকাল ৪ টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্রর পিতা অধ্যাপক তফসির উদ্দিন খান এর মৃত্যুতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে অধ্যাপক তফসির উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

Side banner