Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

ঈদগাঁও উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল


দৈনিক পরিবার | শহিদুর রহমান রাফি এপ্রিল ২২, ২০২৪, ০২:১২ পিএম ঈদগাঁও উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাংলাদেশ নির্বাচন কমিশনের তাফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ঈদগাঁও উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এর প্রেক্ষিতে রবিবার (২১ এপ্রিল) ছিল মনোনয়ন পত্র জামা দেওয়ার শেষ তারিখ। ঈদগাঁও উপজেলায় তিনটি পদে মোট ১৭ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে। তার মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন। তারা হলেন ইমরুল হাসান রাশেদ, আবু তালেব, শামসুল আলম, নুরুল কবির, সেলিম আকবর, কুতুবউদ্দিন চৌধুরী, এম মমতাজুল ইসলাম।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন বোরহান উদ্দিন মাহমুদ, আজিজুল হক রুবেল, আহমদ করিম, মোহাম্মদ আরিফ মিয়া, মমতাজ উদ্দিন আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন কাউসার জাহান, শাহানা আক্তার লাকি, মেহেনুর আক্তার পাখি, রেহান আক্তার, হামিদা তাহের।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুবল চাকমা।
নির্বাচন কমিশনের ঘোষিত তাফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২১ এপ্রিল রবিবার, মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

Side banner