Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬, ২৪ পৌষ ১৪৩২
ববি শিক্ষার্থী

শুভ বৈরাগীর আত্মহত্যা’র প্ররোচনায় জড়িতদের শাস্তি দাবি


দৈনিক পরিবার | আবদুল্লাহ আল শাহিদ খান জানুয়ারি ৭, ২০২৬, ১২:০৬ পিএম শুভ বৈরাগীর আত্মহত্যা’র প্ররোচনায় জড়িতদের শাস্তি দাবি

প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে চুরির অপবাদে শারীরিক নির্যাতনের পর বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থী শুভ বৈরাগীর ‘আত্মহত্যা’র ঘটনায় প্ররোচনাদাতাদের বিচার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষক ও সহপাঠীরা। আজ বুধবার  (৭ জানুয়ারি) বেলা  ১১ টার সময় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম তদন্তের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
শুভ বৈরাগী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ছিলেন। গত ৩১ ডিসেম্বর মধ্যরাতে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে হেনস্তার শিকার হন তিনি। পরে গত ৩ জানুয়ারি রাতে গোপালগঞ্জ সদরের বৌলতলী এলাকার নিজ বাড়িতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
মানববন্ধনে ববি উপাচার্য বলেন, বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ ফাইনাল পরীক্ষা শেষ করে বাড়িতে গিয়েছিলেন। কিছুদিনের মধ্যে তার ফলাফল প্রকাশ হবে। তিনি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। কিন্তু তার এই অকাল মৃত্যুতে আমরা খুবই মর্মাহত। আমরা চাই এই আত্মহত্যার পিছনের কারণ তদন্তের মাধ্যমে বের করে এর একটি সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।
বাংলা বিভাগের সভাপতি ড. শারমিন আক্তার বলেন, শুভ আমাদের সন্তানতুল্য। আত্মহত্যার আগে সে একটি ফেসবুক পোস্ট দিয়েছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি, তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করা হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার দাবি করছি এবং প্ররোচনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
শুভ বৈরাগীর সহপাঠীরা বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছি। কিন্তু পুলিশের তরফ থেকে আমাদের জানিয়ে দেওয়া হয়েছে, মামলা করে কোনো লাভ হবে না। শুভর ভাই-ভাবিকে ভয় দেখানো হয়েছে। আমরা নানাভাবে মামলার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হই।
তারা অভিযোগ করে বলেন, পুলিশকে ওই মেয়ের বাসার লোক আগে থেকেই ম্যানেজ করে ফেলেছে। আমরা বুঝতে পেরেছি এটা একটি পরিকল্পিত হত্যা। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চাই এবং যারা প্ররোচনা দিয়েছেন তাদের গ্রেপ্তারের দাবি জানাই।
আত্মহত্যার আগে গত ১ জানুয়ারি শুভ বৈরাগী আত্মহননের কারণটি সামাজিক যোগাযোগে এক পোস্টের মাধ্যমে জানান। পোস্টে প্রেমিকার নাম উল্লেখ করে তিনি লিখেছেন, আমি শুভ বৈরাগী একটি মেয়েকে ভালোবাসি। ১ জানুয়ারি তার জন্মদিন হওয়ায় তাকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে ৩১ ডিসেম্বর রাতে দেখা করতে তার বাড়ি যাই। এসময় তার জেঠামশায় আমাকে দেখে ফেলে এবং ধরে মারধর করে রক্তাক্ত করে ফেলে।
তিনি লিখেছেন, ‎এক পর্যায়ে তার জেঠার কাছে আমি আমাদের সম্পর্কের কথা খুলে বলি। এরপর তিনি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তারপরেও তাদের ক্ষোভ মেটেনি, আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে এ সকল ভয়ভীতি দেখিয়ে চড়, কিল, ঘুষি দিয়ে জোরপূর্বক মিথ্যা ভিডিও বানায়। সেখানে আমাকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় যে আমি তাদের বাড়িতে চুরি করতে গেছি।
তিনি আরও লেখেন, তারা আমাকে চোর হিসেবে সকলের সামনে তুলে ধরে। আমাকে মিথ্যা চোর অপবাদ দিয়ে  সকলের কাছে দোষী করে। এতে আমার মানসম্মান নষ্ট হয়। আমি কারো সামনে মুখ দেখাতে পারব না। তারা এসব করে  আমাকে জানে মারার চেয়েও জীবিত মেরে ফেলেছে।
প্রেমের সম্পর্কের কথা উল্লেখ করে ফেসবুক পোস্টে শুভ বৈরাগী লিখেছেন, তার সাথে আমার দীর্ঘ দুই বছরের বেশি সম্পর্ক। এই দুই বছরে আমাদের রীতিমতো ভিডিও কলে কথা হত, দৈনিক যোগাযোগ হত। অনেকবার তার সাথে দেখা হয়েছে। কিন্তু তারা এই সম্পর্ক মানতে নারাজ। কারণ আমার অর্থ-সম্পত্তি নেই। তাদের মেয়ে সব জেনেশুনে আমার সাথে সম্পর্কে জড়িয়েছিল। কিন্তু সেও এখন আমার ভালোবাসার থেকে পরিবারের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে। আমার জীবন ধ্বংস করে দিয়েছে তারা।
ফেসবুক পোস্টে আত্মহননের জন্য প্রেমিকাসহ তার বাবা, কাকা, জেঠুসহ পরিবারের সদস্যদের দায়ী করেন শুভ বৈরাগী। তাদের সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তিনি।
জানা গেছে, শুভ বৈরাগী গোপালগঞ্জ সদরের বৌলতলী গ্রামের প্রয়াত সুখলাল বৈরাগী ও শেফালী বৈরাগী দম্পতির ছেলে। শৈশবেই বাবা-মাকে হারিয়ে বোন ও ভগ্নিপতির আশ্রয়ে বেড়ে ওঠেন তিনি। তার চিরবিদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Side banner