Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ


দৈনিক পরিবার | নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২৬, ১১:০৫ পিএম তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে চ্যালেঞ্জ আছে, তবে সেটা চিহ্নিত করে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা স্থাপন বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
শনিবার (১০ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ও তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। এছাড়া, বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলও। সাক্ষাৎ করেছেন নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমীও।
সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের বিষয়ে পরে সাংবাদিকদের ব্রিফ করেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি জানান, তারেক রহমানের প্রত্যাবর্তন পরবর্তী আন্তর্জাতিক মহলের আগ্রহ আছে। সেই প্রেক্ষিতে ভারত, তুরস্ক, মিশরের রাষ্ট্রদূতরা সৌজন্য সাক্ষাৎ করেছেন; মতবিনিময় হয়েছে। বিএনপি সরকার গঠন করতে পারলে কিভাবে দেশ পরিচালনা করা হবে, কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে-- সেসব বিষয়ে আলোচনা হয়েছে।
বিএনপির এ যুগ্ম মহাসচিব জানান, ভারতের সঙ্গে সম্পর্ক কী হবে-- সেটা ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তাতেই স্পষ্ট লেখা আছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সঙ্গে নতুন সম্পর্ক তৈরি হবে। চ্যালেঞ্জ আছে, সেটা অ্যাড্রেস করে শান্তি ও নিরাপত্তা স্থাপনে প্রণয় কুমার ভার্মার সঙ্গে আলোচনা হয়েছে। শুভেচ্ছা সাক্ষাৎ হয়েছে, খুব বেশি বিস্তারিত আলোচনা হয়নি।
আরও বেশ কিছু দেশের কূটনীতিকরা বিএনপি চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে আগ্রহী জানিয়ে হুমায়ুন কবির বলেন, কূটনীতিক বৈঠকগুলো ধারাবাহিকভাবে হবে। আরও অনেকের আগ্রহ আছে সৌজন্য সাক্ষাতের। সেগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে।

Side banner