কুমিল্লার হোমনা উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের করিয়ে দিতে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগে এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলের দিকে হোমনা নির্বাচন অফিসে দালাল সন্দেহের সনাক্ত করে উপজেলা নির্বাচন অফিসার এর কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাওহীদ খন্দকার নামে (৩৫) কে ১৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের। দণ্ডপ্রাপ্ত তাওহীদ উপজেলার রঘুনাথপুর গ্রামের মমিন খন্দকারের ছেলে এবং কাশিপুর বাজারে বিসমিল্লাহ লাইব্রেরি ও কম্পিউটার’ দোকান পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এক মহিলা নতুন ভোটার হওয়ার জন্য তাওহীদ খন্দকারের কাছে যান, পূর্ব মহিলা তার কাছ থেকে তার পরিবারের কাগজপত্র ঠিক করেন। এবারও তার আইডি কার্ড করার জন্য অন্যান্য কাগজপত্র সহ মহিলা সঙ্গে ৩ হাজার টাকার চুক্তিবদ্ধ হয়। আইডি কার্ড করিয়ে দিতে পারলে মহিলা টাকা দিবেন। পরে মহিলা নির্বাচনে অফিসারের সঙ্গে কথা হলো তিনি ৩ হাজার টাকা যুক্তিবদ্ধ হয়ে আইডি কার্ড করার জন্য এসেছেন। পরে বিষয়টি নির্বাচন অফিসার মহিলাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকট অভিযোগ করলে এসিল্যান্ড সরেজমিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মোফাচ্ছের বলেন, সরকারি সেবায় প্রতারণা মেনে নেওয়া হবে না। এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এর ফলে আর কেউ এ ধরনের প্রতারণা করার সাহস পাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান হাবিব ও পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।








































আপনার মতামত লিখুন :