ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান এবং বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ¦ মো. দুধ মিয়া বিএসসি, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন রিপন, সমাজসেবা কর্মকর্তা জালাল উদ্দিন দুলাল, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন ত্বরান্বিত করতে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
কর্মসূচির অংশ হিসেবে র্যালি, সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। শেষে দুর্নীতি প্রতিরোধে সকলে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।








































আপনার মতামত লিখুন :