Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

সালথায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার


দৈনিক পরিবার | সালথা (ফরিদপুর) প্রতিনিধি নভেম্বর ১২, ২০২৪, ০১:৫৩ পিএম সালথায় হত্যা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ওয়াদুদ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে ভাঙ্গা টোলপ্লাজা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি বলেন, ওয়াদুদ মাতুব্বর উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গ্রামের কাসেম ব্যাপারী হত্যা মামলার প্রধান আসামি। এ ছাড়াও তার নামে আরো ১৫টি মামলা রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি ঢাকা থেকে গোন্ডেন লাইন বাসে করে ফরিদপুর আসতেছে। পরে রাত দেড় টার দিকে ভাঙ্গা থানা পুলিশের সহযোগিতায় ভাঙ্গা টোলপ্লাজায় ওই বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরো বলেন, মঙ্গলবার সকালে কাসেম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওয়াদুদ মাতুব্বরকে আদালতে পাঠানো হয়েছে। কাসেম ব্যাপারী হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হবে।    
গত ১৪ অক্টোবর বিকেলে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের ইমামবাড়ি মেলার মধ্যে সাথে থাকা তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় কাসেম ব্যাপারী (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে কয়েকজন তরুণ। এ হত্যা মামলায় প্রধান আসামি করা হয় ওয়াদুদ মাতুব্বরকে। এ ছাড়া ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ২০-৩০ জনকে আসামি করা হয়েছে।

Side banner