“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই ¯েøাগানকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে রবিবার ২৬ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বণিক, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা ফয়েজ ইমতিয়াজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, ২ নং বিনোদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও ছাত্রছাত্রী সহ অনেকে।
এই মেলায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ২৫ টি স্টল উদ্বোধন হয়েছে। স্টল গুলি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :