Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
লালমনিরহাটে

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনাসভা


দৈনিক পরিবার | লালমনিরহাট প্রতিনিধি জুন ৯, ২০২৩, ০১:২৫ পিএম স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনাসভা

লালমনিরহাট জেলায় ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
জেলা তথ্য কর্মকর্তা মো. মামুন অর রশিদের সভাপতিত্বে এ আলোচনাসভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজুল ইসলাম মন্ডল প্রমুখ।
আলোচনাসভায় স্মার্ট বাংলাদেশের চারটি মূলভিত্তি : স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি বাস্তবায়নে অংশীজনের ভূমিকা এবং ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Side banner